সংবাদ শিরোনাম ::
কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধা জাফর মাহমুদ
চ্যানেল টিটি ডেস্ক :
- আপডেট সময় ০৩:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ৪৮০ বার পড়া হয়েছে
কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধা জাফর মাহমুদ। কংগ্রেসের মাইনোরিটি লিডার হাকিম জেফরিস তাকে এই সন্মানা প্রদান করেন। একই সাথে তাকে সন্মানা দেন স্টেট এসেমব্লিমেম্বার জেনিফার রাজকুমার ও সিটি কাউন্সিলম্যান শেখের ক্রিসনান। বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নেয়া, বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের মাধ্যমে মানব সেবায় অবদানের জন্য তিনি এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন। সম্প্রতি সিটির ওজন পার্কে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের তৃতীয় শাখা উদ্বোধন হয়েছে।
ট্যাগস :