শেফ খলিলুর রহমান বাংলাবাজার বিজন্যাস অসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় ০৪:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ৮৮১ বার পড়া হয়েছে
ব্রঙ্কস বাংলা বাজার বিজন্যাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান।
স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় খলিল বিরিয়ানী হাউসে কার্য নির্বাহি পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
ব্যক্তিগত কারণে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন পদত্যাগ করায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন দেয়া হয়।
সভায় সংগঠনের প্রেসিডেন্ট জাকি চৌধুরি, ভাইস প্রেসিডেন্ট বিলাল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট বখতিয়ার রহমান খোকন, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ শারফিন মোর্শেদ, অফিস সেক্রেটারী এম বি তুশার, ডাইরেক্টর কামরুজ্জামান বাবু উপস্হিত ছিলেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় খলিলুর রহমান বলেন,পদ নয় আমি কাজে বিশ্বাসি। কার্যকরী পরিষদের সকলে মিলে আমার উপর এই গুরু দ্বায়িত্ব অর্পণ করেছেন। আমি চেস্টা করবো সবার ভালেবাসার মূল্য দিতে। কোনো কাজই এককভাবে করা সম্ভব নয়। তিনি একটি গতিশীল সংগঠন গড়ে তোলার জন্য কার্যকরী পরিষদের সকল সদস্য সহ সকল ব্যবসায়ীদের সহযোগীতার কামনা করেছেন।
ফুলেল সংবর্ধনা-
শেফ খলিলুর রহমান সাধারন সম্পাদক পদে মনোনীত হওয়ায় শনিবার রাতে বন্ধুদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্হিত ছিলেন ব্রঙ্কস বাংলা বাজার বিজন্যাস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল ইসলাম, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরি ডাইরেক্টর কামরুজ্জামান বাবু, সাংবাদিক হাবিব রহমান, এ ইসলাম মামুন, মোজাফ্ফর হোসেন, এম বি তুশার, নুরে আলম জিকু প্রমুখ।